
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতির প্রস্তুতির সময় তিনটি খেলনা পিস্তলসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সারে তিনটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়রের নাগগাতী ওয়াবদা রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বেলকুচি পৌর এলাকার বয়রাবাড়ী নতুনপাড়া গ্রামের সোরমান সরকারের ছেলে শাহাদৎ হোসেন (২৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর (২০), সুবর্ণসাড়া গ্রামের শহিদুল সরকারের ছেলে রিজন আহম্মেদ (২০), একই গ্রামের মাহবুব হোসেনের ছেলে মানিক (২০) ও গোলাম মোস্তফার ছেলে রাব্বি (২০)।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বুধবার গভির রাতে গোপন সংবাদে খবর পাই নাগগাতী এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে। এমন সংবাদে এসআই শামীম রেজার নেতৃত্ব বেলকুচি টিম এর সদস্যরা অভিযান চালায়। সেখান থেকে তিনটি খেলনা পিস্তলসহ ৫ জনকে আটক করা হয়। তাদের নামে মামলা হয়ার পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।