
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলার ভাতখাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাপড় ব্যবসায়ী ছামিউল হক দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চর মাদার গ্রামের গোলাপ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে দেওয়ানগঞ্জ থেকে মোটর সাইকেলে করে সানন্দবাড়ী বাজারে যাওয়ার পথে ভাতখাওয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা কাপড় ব্যবসায়ী ছামিউল হক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় অপর কাপড় ব্যবসায়ী মোটর সাইকেল চালক একই গ্রামের শামছুল হকের ছেলে জাহাঙ্গীর (২৫) গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। নিহত ছামছুল হক ও আহত জাহাঙ্গীরের সানন্দবাড়ী বাজারে কাপড়ের দোকান ছিল।
দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মাইনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আমি দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।