
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে ধুনট উপজেলার যমুনা নদীর ভাঙ্গন জনপদে বাস্তুহারা পরিবারের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর পাড়ে বানিয়াজান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করেন রোটারিয়ান সাংবাদিক টি. এম. মামুন। এ সময় রোটারিয়ান রবিউল ইসলাম নয়ন ও শাহীন কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ উল ফিতর উপলক্ষে উপজেলার ভান্ডারবাড়ী ও কালেরপাড়া ইউনিয়নের ১৬০টি বাস্তুহারা পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়েছে ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।