
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে গরুচোর সন্দেহে যুবক জাবেদ ইকবাল (৩২)কে গাছের সাথে বেধে বেধড়ক পিটুনি দিয়েছে।
খবর পেয়ে ৬ মে বেলা ১১টা দিকে মেলান্দহ থানা পুলিশ উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে। আহত জাবেদ ইকবাল দেবেরছড়া এলাকার বাগবাড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে। সে ইউনাইটেড ট্রাস্টের দারিদ্র বিমোচন প্রকল্পের একজন কর্মী।
জানাগেছে, ফুলকোচা গ্রামের দুসহোদর ভাই কৃষক তোতা মিয়া এবং ময়না মিয়ার গোয়াল ঘর থেকে ৫ মে দিবাগত রাত ৯টার দিকে ৩টি গরু চুরি করে পিকআপ ভ্যানে তোলে নিয়ে যায়। স্থানীয়রা গরু চুরির বিষয়টি টের পেয়ে হই চই করতে থাকে। ইতোমধ্যেই গরু বোঝাই পিকআপ ভ্যান গাড়িটি জামালপুরের দিকে পালিয়ে যায়। গরুর মালিক পিকআপ ভ্যানের পিছু নিয়ে বাগবাড়ি এলাকায় পৌছে।
পথিমধ্যে জাবেদ ইকবালকে শ্বশুরবাড়ি যাবার পথে আটক করে ফুলকোচা দক্ষিণপাড়ার সাবেক মেম্বার আব্বাস আলীর বাড়িতে নেয়। সেখানে জাবেদকে গাছের সাথে বেধে রাতভর বেধড়ক পিটুনি দেয়। পরদিন সকালে ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে দেখেন ঘটনা উল্টো। এলাকাবাসির সাথে কথা বলে জাবেদকে নির্দোষ সনাক্ত করেন।
অফিসার ইনচার্জ ওসি গাজী সাখাওয়াত হোসেন ঘগটনার সত্যতা নিশ্চিত করে বলেন-গরু চোর সন্দেহে জাবেদ ইকবালকে প্রহারের খবর পাই। তারপর তাকে উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।