
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘোষনার বাস্তবায়ন ও ১৯৮৪ সনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার বাস্তবায়নে আমাদের দাবী মানতে হবে মেনে নাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আইন মন্ত্রনালয়ের অধিনে নিবন্ধন অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন সাব রেজিস্ট্রি অফিসের সকল নকল নবীশদের চাকুরী রাজস্বখাতে অর্ন্তভুক্ত করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নকল নবিস সমিতি পলাশবাড়ীর সাব রেজিস্ট্রি অফিসের আয়োজনে আজ ৫ মে রোববার দুপুরে মানববন্ধন অনুষ্টিত হয়।
সাব রেজিস্ট্রি অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু,সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, নকল নবিস সমিতির সভাপতি শেখ শামসুজোহা হিটু,সাধারণ সম্পাদক আঃ হামিদ মুকুল,জেসমিন আখতার,সবুজ মিয়া প্রমুখ।
বক্তরা সারাদেশের সকল নকল নবিসদের মানববেতর জীবনযাপন হতে রক্ষায় চাকুরী রাজস্ব খাতে নেওয়ার দাবী জানান।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।