
সেবা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু সবসময় শ্রমিকদের আগলে রাখতেন-ভালোবাসতেন। বঙ্গবন্ধুর মতো বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের আগলে রাখেন। শ্রমিকদের সব দাবি পূরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই শ্রমিকদের আশ্রয়স্থলে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
‘শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
বুধবার (০১ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদ।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা শ্রমজীবী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। শ্রমিকদের সব দাবি পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। শ্রমজীবীসহ সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন।
দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান প্রসঙ্গে মন্নুজান সুফিয়ান বলেন, দেশের সব উন্নয়নেই শ্রমিকদের ভূমিকা সবার আগে। সামর্থ্য থাকা সত্ত্বেও আমি ভালো শাড়ি ব্যবহার করি না। ভালো শাড়ি ব্যবহার করলে মনে হয় শ্রমিকদের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। শ্রমিকরা চাইলে দেশটাকে লণ্ডভণ্ড করতে পারেন, আবার শ্রমিকরা চাইলে দ্রুত সময়ের মধ্যে দেশকে সোনার বাংলাদেশ গড়তে পারেন।
মে দিবস প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকেরা বুকের তাজা রক্ত দিয়েছে বলেই আজকে আমরা মে দিবস পালন করছি। আমাদের সব অধিকার নিয়ে আজকে সোচ্চার হয়েছি। ১৮৮৬ সালে শ্রমিকেরা যে রক্ত দিয়েছে তা বৃথা যায়নি।
বিএনপির এমপিরা সংসদে যাওয়া প্রসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী বলেন, অনেক নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নিয়ে সংসদে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। তারা সংসদে কতোদিন থাকবেন বলা যাচ্ছে না। তারা সংসদে থাকলেও সব কলকাঠি তারেকের হাতে।
পরিষদের সভাপতি আসাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, আওয়ামী পেশাজীবী হিসাববিদ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা সাজ্জাদ হাসান প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।