
সেবা ডেস্ক: গতকাল সোমবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সে অনুয়াযী গতকাল সোমবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ এবং ভোর রাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রমজান উপলক্ষ্যে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।
জীবনের সবস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।