![]() |
| ছবি- ডেইলী বাংলাদেশ |
জানা যায়, রুনা আক্তার যাত্রা বাড়ির কাজলা এলাকায় থাকেন। তার মেয়েকে ডাক্তার দেখাতে রিকশায় করে ঢামেক হাসপাতালে যাচ্ছিলেন। বাসা থেকে বের হওয়ার আগে একজোড়া সিটি গোল্ডের দুল পড়েছিলেন।
তিনি জানান, দুলগুলো দেখতে অবিকল স্বর্ণের দুলের মতোই। প্রতিটির ওজন আধা ভরির বেশি হবে। তাদের বহনকারী রিকশাটি গোলাপ শাহ মাজারের কাছাকাছি পৌঁছালে তার বাম কানের দুল টান দিয়ে এক ছিনতাইকারী পালিয়ে যায়। এতে তার কানের লতি ছিঁড়ে যায়। এ সময় তার কান থেকে রক্ত ঝরতে থাকে।
থানায় অভিযোগ প্রসঙ্গে রুনা আক্তার বলেন, আমার সিটি গোল্ডের দুলই তো গেছে। এর জন্য থানা-পুলিশ করে ঝামেলা বাড়াতে চাই না।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।