
সেবা ডেস্ক: এরই মধ্যে ঈদে সিনেমার আলোচনা শাকিব খানকে ঘিরে। ঈদের মুক্তি পাচ্ছে 'পাসওয়ার্ড' ও 'নোলক' শিরোনামে দুটে সিনেমা। সেই ব্যস্ততায় কাটছে এখন শাকিবের সময়।
তবে ঈদের আগে ব্যস্ততা কমছে না তার। সম্প্রতি আবারো নতুন আরো একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। বিপরীতে রয়েছেন শবনম বুবলী। জাকির হোসেন রাজুর পরিচালনায় 'মনের মত মানুষ পাইলাম না' শিরোনামে এই সিনেমার শুটিং শুরু হবে আগামী সপ্তাহে।
বর্তমানে 'পাসওয়ার্ড' সিনেমার গানের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। এরপরেই শুরু নতুন সিনেমার শুটিং। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন শফিক তুহিন। সিনেমার দুটি গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজু।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।