প্রেমের কথা বাসায় জেনে যাওয়ায় বকা খেতে হয়েছে : তিশা

S M Ashraful Azom
0
প্রেমের কথা বাসায় জেনে যাওয়ায় বকা খেতে হয়েছে  তিশা
সেবা ডেস্ক: প্রতিটি মানুষের জীবনেই প্রেম আসে। সেটা জীবনের প্রয়োজনেই। প্রেম-ভালোবাসা এমন এক আবেগ, যা কখনো কোন কিছু দিয়ে আটকানো যায় না। প্রথম প্রেমের বিষয়টি সব কিছু থেকে একটু আলাদা। প্রথম প্রেমের সে অনুভূতি সহজে ভোলা যায় না।

একদল গবেষক বলছে, প্রথম প্রেম, অনেকটাই স্কাইড্রাইভ বা প্রথমবার আকাশ থেকে লাফ দেওয়ার মতো ঘটনা।

প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, আর ১০বার লাফ দিলেও সেই আগের স্মৃতিটাই বেশি নাড়া দিয়ে যায়।

গবেষকদের মতে, পরের অভিজ্ঞতার চেয়ে প্রথম প্রেমের অভিজ্ঞতার অনেক বিষয় বেশি মনে থাকে। সম্ভবত এর মধ্যে রোমাঞ্চ আর উত্তেজনা ভরা থাকে।

প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারেনি এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি জানান,

ক্লাস ফাইভে প্রথম প্রেমের চিঠি পান তিনি। প্রেম কি? তখন তার কিছুই বোঝেন না তিনি। কারণ ওই সময়ে, ওই বয়সে খুব কম মানুষই ‘প্রেম’ কি, তা বোঝে।

তিশার ভাষ্য, ‘ওই বয়সে প্রেম কি জিনিস আমি বুঝতাম না। চিঠিগুলো এলাকার এক বড় ভাই, বাসার দারোয়ানের কাছে দিয়ে যেত। তবে মজার বিষয় হচ্ছে, চিঠিতে তিনি নাম লিখতেন না।

একদিন সে বড় ভাই চিঠিগুলোর কথা স্বীকারও করে। যাই হোক, ওই বয়সে চিঠি পাঠানো, প্রেম এসবের কিছুই আমি বুঝি না।

আমি যখন মতিঝিল মডেল হাইস্কুলের পড়ি, তখন বড় বোনের এক বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছিল। ছেলেটি কলেজে পড়ত। বোনের বন্ধু হওয়ার কারণে ছেলেটি প্রায় আমাদের বাসায় আসতো।

ছেলেটিকে আমার খুব ভালো লাগতো। বোনকে নিয়ে আমরা একসঙ্গে ঘুরতে যেতাম। একদিন ছেলেটি আমাদের বাসায়, একটি চিরকুট রেখে যায়। খুলে দেখি সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে।

এভাবে বেশ কয়েক মাস চলতে থাকে আমাদের প্রেম-ভালোবাসা। মাস তিনেকের মাথায় আমাদের প্রেমের কথা বাসায় জেনে যায়। এরপর চলে মা-বাবা বকাবকি। বকা খেয়ে ওইদিন শেষ হয় আমাদের সম্পর্ক।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top