
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিদ্যালয় পরিচালনা বা এসএমসি’র পকেট কমিটি গঠন প্রক্রিয়া আটকে দিল এলাকাবাসি। ১৬ মে দুপুরে শ্যামপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। জানাগেছে, গোপনে পকেট কমিটি গঠনের জন্য কাগজে কলমে নির্বাচনী তফশীল ঘোষণা দেখায় হেড মাস্টার মঞ্জুরুল ইসলাম বিএসসি। ১৬ মে ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এবং ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিয়মানুযায়ী হেড মাস্টার এ সংক্রান্ত কোন প্রচারণা করেন নাই। এমনকি স্কুলের নোটিশ বোর্ডেও কোন ঘোষণা প্রদর্শন করেন নাই। বিষয়টি জানাজানি হবার পর বিক্ষুব্দ এলাকাবাসি দুপুরে স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার মধ্যদিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
মুহুর্তেই প্রায় দু’শতাধিক লোক জমায়েত হয়। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস পর্যন্ত জানাজানি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একাডেমিক সুপারভাইজার ও বিদ্যালয় নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার আশরাফুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকাবাসির সাথে কথা বলে আগামী ১৯ জুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার, শ্যামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি খলিলুর রহমান, কৃষক লীগ নেতা আব্দুর রউফ, শাহজাহান আনছারিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হেড মাস্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-কমিটি গঠন নিয়ে একটু অনিয়ম ছিল।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।