
সেবা ডেস্ক: পদ্মাসেতুর ১২তম স্প্যান বসছে আজ ৬ মে সোমবার। স্প্যানটি বসানোর পর ছয় কিলোমিটারের পদ্মাসেতুর দুই কিলোমিটার দৃশ্যমান হবে। এদিন দুপুরের মধ্যে নতুন স্প্যান বসানোর সিদ্ধান্ত নিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি)।
চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানটি জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার সকালে মাত্র এক ঘণ্টায় মাওয়া থেকে স্প্যান নিয়ে নদীর মাঝামাঝি পিলারের কাছে নিয়ে যাওয়া হবে। এরপর দুপুরের মধ্যেই স্প্যানটি বসানো হবে। ১২তম স্প্যান বসানোর পাশাপাশি চলতি মাসে পদ্মাসেতুতে আরো দুটি স্প্যান বসানোর কথা রয়েছে। এর মাধ্যমে সেতুর অগ্রগতি ৮০ শতাংশে পৌঁছবে বলে জানিয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, চলতি মাস থেকে স্প্যান বসানো বেড়ে যাবে। মাসে ৩/৪টি করে স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, গত ৩ মে পদ্মানদীর ঠিক মাঝনদীতে ২০ এবং ২১ নম্বর পিলারে স্প্যান ওঠানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে স্প্যান বসানোর কার্যক্রম স্থগিত রাখা হয়। দ্বাদশ স্প্যান বসানোর চারদিনের মাথায় আগামী ১০ মে ১৪ এবং ১৫ নম্বর পিলারে ১৩তম স্প্যান ওঠানো হবে। আর ৩০ মে ২৮ ও ২৯ নম্বর পিলারে অস্থায়ীভাবে আরেকটি স্প্যান রাখা হবে।
এর আগে গত ২৩ এপ্রিল একাদশ স্প্যান বসানো হয়। স্প্যানটি বসানোর পর পদ্মাসেতু দৃশ্যমান হয়েছিল ১৬৫০ মিটার। চলতি মাসে তিনটিসহ পদ্মাসেতুতে ১৪টি স্প্যান বসানোর পর বাকি থাকবে ২৭টি স্প্যান। এদিকে পদ্মাসেতুতে ২৯৪টি পাইলের মধ্যে ২৫০টির বেশি পাইল বসানো শেষ হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।