
সেবা ডেস্ক: গতকাল রাত ২ টায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর বাজার সংলগ্ন বন এলাকায় ময়মনসিংহ-টাংগাইল মহাসড়ক হইতে ছিনতাইকারী দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
গ্রেপ্তারকৃতরা হলো মধুপুর উপজেলার ভবনতেকি গ্রামের রইস উদ্দিন এর ছেলে মো. রুবেল আলী, কাইদকাই গ্রামের আবুল হাসানের ছেলে মো. জাহিদ হাসান, মালউডি গ্রামের আসর আলীর ছেলে মো. মোজ্জাফর আলী ও ঈমান আলী’র ছেলে মো. হায়দার আলী।
আজ সকালে আসামিদের ময়মনসিংহের মুক্তাগাছা থানা হইতে মধুপুর থানায় আনা হয় এবং মামলা রেকড করে আজ দুপুর ২ টা ৪৫ ঘটিকায় টাংগাইল জেল হাজতে পাঠানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।