
সেবা ডেস্ক: সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। টেন্ডার ছাড়াই সরকারি জমির বিক্রির অভিযোগে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র রায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বিগত ২০১৭ সালের (১৭ অক্টোবর) লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি জমি বিক্রির মামলা করে দু’দক। পরে মামলাটিতে অভিযোগপত্র দাখিল করা হয়। বৃহস্পতিবার (২০ জুন) মামলাটিতে জামিন নিতে বগুড়ার আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করে। পরে আদালত জামিন নামঞ্জুর করে লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক।
জানা যায়, বিগত ২০১৪ সালের (২৮ সেপ্টেম্বরে) যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গিয়ে দলীয় এক সভায় হজ্ব নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন লতিফ সিদ্দিকী। তাঁর বক্তব্য বাংলাদেশে গণমাধ্যমগুলোতে প্রকাশ হলে প্রথমে মন্ত্রিসভা এবং পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। যুক্তরাষ্ট্রে দেয়া বক্তব্য প্রকাশের পর ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দেশের ১৮টি জেলায় তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। বিগত ২০১৪ সালের নভেম্বরের শেষর দিকে ঢাকার ধানমন্ডি থানায় আত্মসমর্পণের পর কারাগারে যান লতিফ সিদ্দিকী। এরপর জামিনে কারামুক্ত হন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।