"আলোকিত জামালপুর" পেইজ সম্পর্কে কিছু কথা- এডমিন

S M Ashraful Azom
0
"আলোকিত জামালপুর" পেইজ সম্পর্কে কিছু কথা- এডমিন
আলোকিত জামালপুর এর কভার ফটো
সেবা ডেস্ক: জামালপুর জেলার বিভিন্ন তথ্য নিয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক আইডি, গ্রুপ, পেইজ রয়েছে। তন্মোধ্য আলোকিত জামালপুর একটি আন-অফিসিয়াল ফেসবুক পেইজ। যেখানে জামালপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, গুনিজন, বিখ্যাত ব্যাক্তি, খ্যাতিমান, স্বরনীয় ও বরনীয় বেশকিছু মানুষের ফটোগ্রাফ, জীবনী এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের অবদান তথ্যসূত্রসহ তুলেধরার চেষ্টা করা হয়েছে।

আলোকিত জামালপুর পেইজটির সকল তথ্য ও ছবিসমূহ ইন্টারনেট ব্রাউজিং, বিভিন্ন পত্রপত্রিকা, বই, ম্যাগাজিন, অনেকের ব্যক্তিগত সংগ্রহ, ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেইজ, আইডি এবং বিভিন্ন সূত্র হতে সংগৃহীত। নিতান্ত সখের বশবতী হয়ে কাজের ফাঁকে, অবসরে এডমিন পেইজটি সকল তথ্য সংগ্রহ, সম্পাদনা ও পরিচালনা করেন।

এডমিনের অজ্ঞতা, অসাবধানতা, ভুলবশত এবং অনিচ্ছাকৃতভাবে পোষ্টকৃত তথ্যে কোন অসামঞ্জস্যতা, ভুল, গরমিল, অসত্য কিংবা আপত্তি থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা হলো এবং এ বিষয়ে সুপরামর্শ, দিক নির্দেশনা দিয়ে তা সংশোধনে সহায়তা করার জন্য সকলকে অনুুরোধ  করা হলো।

আলোকিত জামালপুর পেইজটির কার্যক্রম পরিচালনা কপিরাইট আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি আইন ভঙ্গ করে কিনা বা এরূপ পেইজ পরিচালনা আইনগতভাবে অবৈধ বা সাংঘর্ষিক কিনা সম্মানিত ও বিজ্ঞ আইনজীবি ভিজিটরদের কাছে এ বিষয়ে মতামত, দিকনির্দেশনা ও পরামর্শ আশা করছি।

আলোকিত জামালপুর সম্পূর্ন অরাজনৈতিক এবং ধর্মনিরেপেক্ষ একটি পেইজ। পেইজটি কোন ব্যাক্তি, সংগঠন, দল, গ্রুপ, ধর্ম  বা মতাদর্শের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ  নয়। পেইজটি দেশে বা দেশের বাহিরে আবস্থানকারী সকল ধর্ম, মত, পেশা ও বয়সের জামালপুরবাসী সবার জন্য উন্মুক্ত।

আলোকিত জামালপুর পেইজটির কার্যক্রম সবেমাত্র শুরু করা হয়েছে এবং রয়েছে অনেক সীমাবদ্ধতা। পেইজটি নতুন, আশা করছি সময়ের পরিক্রমায় পেইজ এবং পোস্টসমূহ উন্নত এবং মানসম্মত হবে।

আলোকিত জামালপুর পেইজটির সাথে বিভিন্ন পেশার অনেক গুনিজন, বিখ্যাত ও বরেণ্য ব্যাক্তি সম্পৃক্ত আছেন। পেইজটিতে অসৌজন্যমূলক, আক্রোশমূলক, নেতিবাচক, অভদ্রোচিত মন্তব্য না করতে সম্মানিত সকল ভিজিটরদের সবিনয় অনুরোধ করা হলো।

আলোকিত জামালপুর পেইজে সম্পৃক্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। পেইজটিতে আপনাদের মতামত, পরামর্শ ও মন্তব্য পেইজটির উন্নয়ন ও প্রচারে ভূমিকা রাখবে বলে মনে করি। পেইজটির উন্নয়নে তথ্য, ছবি ও সুপরামর্শ  দিয়ে আলোকিত জামালপুরের আলোকিত গুনীজনদের স্মৃতি, ইতিহাস সংরক্ষনে সহায়তা করবেন  প্রত্যাশা রইলো।

আলোকিত জামালপুর পেইজের পক্ষ হতে সম্মানিত সকল ভিজিটর ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।




ধন্যবাদান্তে

রাশেদুল হাসান
রাশেদুল হাসান


রাশেদুল হাসান
এডমিন
আলোকিত জামালপুর

fb.com/alokitojamalpurbd
                        

 -

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top