
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর গ্রাম আদালত সক্রিয় করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে,স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ দ্বিতীয় পর্যায় প্রকল্প, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী সদর ইউনিয়ন পরিষদ ভবনের উপজেলা সমন্বয়কারীর অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জন সচেতনতা বৃদ্ধি,সামাজিক হৃদ্রতা বৃদ্ধিতে করনীয় সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
এ সময় উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম,উপজেলার ১২টি ইউনিয়নের গ্রাম আদালত সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র আর্থিক সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ২০১৭ সালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প সারাদেশে ২৭ টি জেলায় ১০৮০টি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।