
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রাজিবপুরে বর্ডারহাট সিন্ডিকেট মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন জামালপুর ৩৫ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক ল্যাঃ কর্ণেল নজরুল ইসলাম। ১২জুন (বুধবার) সকাল ১০টার সময় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বর্ডারহাট পরিদর্শনকালে সকল ভেন্ডার এবং ভ্যান্ডিদের ডেকে বলেন সিন্ডিকেট চক্রটি যাতে ব্যবসায়ীদের সমস্যা সৃষ্টি না করে সে দিকে সকলকে সজাগ থাকতে হবে।
দীর্ঘদিন থেকে বর্ডার হাটের একটি সিন্ডিকেট চক্র সমস্ত ব্যবস্থা নিয়ন্ত্রণ করে আসছে। এ নিয়ে সাধারন ব্যবসায়ীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছেন। এরই ভিত্তিতে কর্নেল নজরুল ইসলাম বর্ডার হাট পরিদর্শন করেন।
তিনি আরো বলেন, এই হাটে সকলের অধিকার রয়েছে সবাই ২০০ ডলার খরচ করতে পারবেন। হাটের আইন অনুসারে প্রতি সপ্তাহে (বুধবার) হাটে যেতে পারবেন। অপর দিকে ৫ কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন তারাই শুধু লাইসেন্স করে ব্যবসা করতে পারবেন।
তিনি আরোও বলেন, বর্ডারহাট থেকে ক্রয় করা মালামাল ৫কিলোমিটারের বাইরে সরবরাহ করা যাবেনা, এর বাহিরে মালামাল পাচার করা হলে তা অবৈধ বলে গন্য হবে। ৫কিরোমিটারের বাহিরে কোন মালামাল নেওয়়ার চেষ্টা করলে বিজিবি, পুলিশ, র্যাব ও কাস্টমস কর্মকর্তাগণ আটক করতে পারবেন। এতে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ব্যবসায়ীরা। সরকার বর্ডার হাটটি করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে আন্তরিকতা বজায় রাখতে ও উভয় দেশের সীমান্তবাসিদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করায় হলো মুল উদ্দেশ্য। এছাড়াও কেউ যাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসফের) সাথে খারাপ আচরন না করে সেদিকে খেয়াল রাখারও অনুরোধ করেন তিনি।
বর্ডারহাট পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, রাজিবপুর সদর ইউপি সদস্য বাবু মিয়া, হাট কমিটির সভাপতি বিজিবির (অবসর) হাবিলদার সুরুজ্জামানসহ হাটের সকল ক্রেতা ও বিক্রেতাগণ। বর্ডারহাট পরিদর্শন শেষে ভারতীয় বিএসএফের সাথে সৌজন্যমুলক সাক্ষাৎ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।