
ক্রীড়া প্রতিবেদক : এএফসি কাপের গতকালের ম্যাচে ভারতের মিনারভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী। ম্যাচে আকাশি-নীল জার্সিধারীদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মাসিহ সাইঘানি। এই জয়ে প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডের টিকেট পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাবটি, গড়ল নতুন ইতিহাস।
আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ফুটবল প্রতিষ্ঠার পর থেকে কত ম্যাচই না জিতেছে ঢাকা আবাহনী। তাদের শো-কেসে শোভা পাচ্ছে অসংখ্য ট্রফি। সেই আবাহনী অধির আগ্রহে তাকিয়ে ছিল একটি ম্যাচের দিকে। ম্যাচটি ছিল এএফসি কাপের। যেখানে প্রতিপক্ষ ছিল ভারতীয় ক্লাব মিনারভা পাঞ্জাব। এই ম্যাচটি জিতলেই আকাশি-নীল জার্সিধারীদের নামের পাশে লেখা হতো নতুন ইতিহাস। তাই ম্যাচের দিকে নজর ছিল বাংলাদেশের প্রতিটি ফুটবলপ্রেমীরও। অবশেষে বহুল প্রত্যাশিত সেই জয় ধরা দিয়েছে। গতকাল মিনারভা পাঞ্জাবকে হারিয়েছে কোচ মারিও লেমোসের শিষ্যরা।
ভারতের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে মিনারভার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে আকাশি-নীল জার্সিধারীরা। তবে কিছুতেই কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না তারা।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের খেলাও গোলশূন্য সমাপ্তির পথেই এগোচ্ছিল। কিন্তু ভাগ্য এ দিন বাংলাদেশের ক্লাবটির পক্ষেই ছিল। রেফারি যখন শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই কাক্সিক্ষত গোলের দেখা পায় আবাহনী। গোল করেন দলটির আফগান ফরোয়ার্ড মাসিহ সাইঘানি। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাওয়া এই গোলের মধ্য দিয়ে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের শিষ্যরা।
এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট পেল আবাহনী। দলটি ৪ ম্যাচে হেরেছে এবং ড্র করেছে একটি ম্যাচ। এ ছাড়া ১টি ম্যাচে হেরেছে আকাশি-নীল জার্সিধারীরা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ভারতের চেন্নাইন এফসি। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে মিনারভা পাঞ্জাব।
এ ছাড়া ৩ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে আছে মানাং মার্সিয়াংদি। ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে থাকায় প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেল বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে অনেক বড় অর্জন। এক নতুন ইতিহাস।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।