
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের উপজেলা পরিষদের সামনে থেকে গতকাল ৩১ মে শুক্রবার রাত ৯ টায় ১৩পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
আটকরা হলেন বকশীগঞ্জের লাউচাপড়া এলাকার মুক্তার হোসেনের ছেলে সম্রাট ও একই গ্রামের আব্দুল্লাহ এর ছেলে আল আমিন।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত নয় টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে ১৩পিস ইয়াবাসহ আটক করা হয়।
বকশীগঞ্জ থানা ওসি এ.কে এম মাহবুব আলম বলেন, আটকদের নামে মাদক আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।