
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে অজ্ঞাত এক কিশোরীকে মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার ( ৩১ মে ) সকালে উপজেলার মৌলভীরচর গ্রামের বালির মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয় । এখন পর্যন্ত মরদেহের নাম ও পরিচয় পাওয়া যায়নি ।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অজ্ঞাত কিশোরীকে হত্যার পর মাটি চাপা দেয়া হয়। এসময় কিশোরীর হাত মাটিতে চাপা না পড়ায় গ্রামবাসী তা দেখে পুলিশে খবর দেয়।
ওসি আরো জানান, পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের গলায় রশির দাগ রয়েছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেও কিশোরীর কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।