
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলেখা খাতুন (২২) নামে এক ৭ মাসের অন্ত:স্বত্তা গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহহত জুলখো ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ও বেলকুচি সদর ইউনিয়নের রানীপুরা গ্রামের জুলহাস শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে শাহাপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ইসমাইলের সাথে বিয়ে হয় জুলেখার। স্বামী ইসমাইল ঢাকায় শ্রমিকের কাজ করে। অন্তসত্তা জুলখো বেশ কিছুদিন ধরেই বাবার বাড়ীতে অবস্থান করছিলেন। শুক্রবার স্বামী ঢাকা থেকে বাড়ীতে এলে শাশুড়ী ও ননদ গিয়ে জুলেখাকে নিয়ে আসেন। শনিববার সকাল থেকেই ওই বাড়ীর কোন লোকজন ছিল না। এক পর্যায়ে প্রতিবেশিরা জুলেখার ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। যেভাবে মরদেহটা ঝুলানো অবস্থায় পাওয়া গেছে তাতে এটি আত্মহত্যার ঘটনা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে নিহহতের বাবা জুলহাস আলী অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে শশুড়বাড়ীর লোকজন। ইসমাইল আগেও তিনটি বিয়ে করেছে। তার এক স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে বলেও অভিযোগ করেন তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।