রৌমারীতে চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা

S M Ashraful Azom
0
রৌমারীতে চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: মাদক, নারী ও শিশু পাচার, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, গরু চোরাচালানসহ নানা বিধ সীমান্ত অপরাধ সংক্রান্ত অপতৎপরতার কারনে সীমান্তে হত্যার মতো গুরুতর অপরাধ প্রতিরোধে জনসচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৮জুন (শনিবার)  সকাল ১১টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজ চত্বরে বিজিবি কর্তৃক আয়োজিত ও জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের পরিচালক, অধিনায়ক ল্যাঃ কর্ণেল নজরুল ইসলামের সভাপতিত্বে  জনসচেতনতামূলক প্রেষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি), বিশেষ অতিথি ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজ্জাফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার ওসি আবু মোহাম্মদ দিলোয়ার হাসান ইনাম, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন, বড়াইকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম লিচু, দাঁতভাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দাঁতভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বিএসসি, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৌলভী, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কেএম ফজলুল হক মন্ডল, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রাজিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, মহনগুঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও উপজেলা প্রকৌশরী মোহাম্মদ আলী জিন্নাহসহ রৌমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ,ব্যবসায়ী ও স্থানীয় ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগণের বক্তব্য শেষে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন (এমপি) বলেন, সীমান্তে বিএসএফ’র গুলিতে হত্যা ও অপতৎপরতা প্রতিরোধে আমাদেরকে সচেতন হতে হবে এবং চোরাকারবারীর অভিভাবকদেরকে সতর্ক করে দেন। তা ছাড়া দায়িত্বরত বিজিবিকে সঠিক তথ্যদিয়ে সহযোগীতা করার জন্য চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকা গ্রাম ভিত্তিক কমিটি গঠন করারও  পরামর্শ দেন। ইহা ছাড়াও চোরাকারবারীরা চোরাচালান থেকে বিরত থাকলে তাদেরকে কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি।

এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবির টহলের জন্য এক ক্যাম্প হতে অপর ক্যাম্প পর্যন্ত রাস্তা নির্মাণ করা, প্রত্যন্ত এলাকায় সাব-বিজিবি ক্যাম্প স্থাপন করা, প্রতি ক্যাম্পে বিজিবির সদস্য সংখ্যা বৃদ্ধি করা, চোরাকারবারীদের অবৈধ পথ থেকে ফিরিয়ে এনে কর্মস্থানের ব্যবস্থা করা, সীমান্ত সন্নিকটে বসবাসরত পরিবারগুলোকে পূণর্বাসন করা, বিজিবি ও এলাকার জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, শিক্ষার আলো গ্রামে ছড়িয়ে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top