টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিতে উঠল ব্রাজিল

S M Ashraful Azom
0
টাইব্রেকারে জিতে কোপা আমেরিকার সেমিতে উঠল ব্রাজিল
সেবা ডেস্ক: প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে গোল হয়নি।

ম্যাচ গড়ালো টাইব্রেকারে।
পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ আটের ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে প্যারাগুয়েকে হারিয়ে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথম ১০ মিনিটে একচেটিয়া আক্রমণাত্মক খেলে ব্রাজিল। তবে এতেও উল্লেখযোগ্য কোনো সুযোগও পায়নি দলটি।

পাল্টা আক্রমণে ওঠা প্যারাগুয়ে ২৯তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায়। সান্তোসের ফরোয়ার্ড দেরলিস গনসালেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

৫৪তম মিনিটে ফাবিয়ান বালবুয়েনা তাদের ডি-বক্সের মুখে রবের্তো ফিরমিনোকে ফাউল করলে প্রথমে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। তবে ডিফেন্ডার বালবুয়েনাকে দেখান সরাসরি লাল কার্ড।


প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সবই যাচ্ছিল ভেস্তে।

৭৪তম মিনিটে ম্যাচের সেরা সুযোগটি পান গাব্রিয়েল জেসুস। কিন্তু ছোট ডি-বক্সের বাইরে থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

দুই মিনিট পর এভেরতনের শট একজনের পায়ে লেগে বাইরে চলে যায়।

শেষের ১০ মিনিটে গোলের জন্য মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। অ্যালানের বদলে উইলিয়ান এবং দানি আলভেসের বদলে লুকাস পাকুয়েতাকে মাঠে নামান তিতে।

৮৫তম মিনিটে ম্যাচের তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে হলুদ কার্ড দেখেন আর্থুর মেলো। সে ফাউলের কারণে ফ্রিকিক পায় প্যারাগুয়ে। যার ফলে দ্বিতীয়ার্দ্ধে প্রথমবারের মতো ব্রাজিলের রক্ষণে যাওয়ার সুযোগ পায় তারা। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেনি তারা। শেষের পাঁচ মিনিট আক্রমণ বহাল রাখে ব্রাজিল।

৮৮ মিনিটের মাথায় ফিলিপ্পে কৌতিনহোর মাপা ফ্রিকিকে দুর্দান্ত এক হেড করেন অ্যালেক্স সান্দ্রো। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষকের ক্ষিপ্রতায় আবারও হতাশ হতে হয় ব্রাজিলিয়ানদের। মিনিটদুয়েক বাদে ডি-বক্সের বাইরে থেকে বা পায়ের শট নেন উইলিয়ান, যা পরাস্ত করে গোলরক্ষককেও। কিন্তু বাঁধা পড়ে বারপোস্টে।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ইনজুরি টাইম যোগ করা হয় আরও ৭ মিনিট। যাতে বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি ব্রাজিল।

ফলে শেষ পর্যন্ত কোনো গোল হয়নি নির্ধারিত সময়ে। এরপর অতিরিক্ত সময়েও কোনো গোল হয়নি। পরে খেলাটি টাইব্রেকারেই নিষ্পত্তি হয়। টাইব্রেকারে ৪-৩ গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয় ব্রাজিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top