
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নে কর্মশালা ২০ জুন বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম । এ সময় সহকারী কমিশনার (ভ‚মি) সাঈদা পারভীন উপস্থিত ছিলেন।
কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মশালায় এসডিজির ১৭ টি অভিষ্ট, ১৬৯ লক্ষ্যমাত্রা ও ৩৯ টি সূচক নিয়ে আলোচনা করা হয়। গ্রæপ ভিত্তিক সমস্যা চিহ্নিত করণের মাধ্যমে উপস্থাপনা করা হয়। এতে স্থানীয় পর্যায়ে অগ্রাধিকার সমূহের বিবেচনা করে সমস্যা ও তার সমাধানে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরা হয়।
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের ৭ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার আলোকে দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্তি, শোভন কাজের পরিধি নিশ্চিত করণ, শিশুর পুষ্টিমান, প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন , জলবায়ু পরিবর্তন সহিষ্ণু কার্যক্রম বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও স্থানীয় ভাবে লাউচাপড়া বিনোদন কেন্দ্র্রের উন্নয়ন , ধানুয়া কামালপুর এল.সি স্টেশনকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে উন্নীত এবং ইমিগ্রেশন চালু করতে সরকারের প্রতি পরামর্শ রাখা হয়। পাশাপাশি এই বন্দর দিয়ে ৩ বছর ধরে বন্ধ থাকা পাথর আমদানি দ্রুত চালুর দাবি করা হয়।
একই সাথে ব্রহ্মপুত্র নদ ও নশানী নদীর নাব্যতা ফেরাতে এবং দখল,দূষণ রোধে ড্রেজিং ব্যবস্থা পর্যাপ্ত করতে সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।