
সেবা ডেস্ক: গণিতটা সহজ অনেক, তবে কাজ একটু কঠিন । আমার কাছে মনে হয় বাংলাদেশ এর পরের ২ টা ম্যাচ জিতার যোগ্যতা আছে, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সাথে জিততে হবে একটা, ২ টা জিতলেও শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে ।
কারন অনেক দলই ৯ পয়েন্ট নিয়ে শেষ করতে পারে, তাদের মধ্যে থাকতে পারে. নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্টইন্ডিজ । পাকিস্তান বাংলাদেশের শেষ ম্যাচের আগে পাকিস্তানের থাকতে পারে ৯ পয়েন্ট আর বাংলাদেশ যদি পরের ৪ টা ম্যাচ জিতেও সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট থাকবে ১১ আর পাকিস্তান যদি জিতে যায় সে ম্যাচ, পাকিস্তানও শেষ করবে ১১ পয়েন্ট । বর্তমানে বাংলাদেশ নেট রানরেটের দিক দিয়ে এগিয়ে । তবে শেষ ম্যাচের আগে কি হয় তা বলা মুশকিল ।
সে জন্য পরের ৪টার মধ্যে ৩টা জিতলেও চলবে, ৪টা জিতলে আলহামদুলিল্লাহ, প্রেসার ছারা পাকিবধ করতে পারবো, আর সেক্ষেত্রে অন্য দলের দিকে চেয়ে থাকতে হবে না ।...
যদি বাংলাদেশ জিতে পরের ৫টা ম্যাচের মধ্যে ৪টা সেক্ষত্রে সমীকরণ টা হতে হবে এরকম :-
১৬/০৬/২০১৯
ইন্ডিয়া বনাম পাকিস্থান - ইন্ডিয়াকে জিততে হবে
১৭/০৬/২০১৯
বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ - বাংলাদেশ কে জিততে হবেই
১৮/০৬/২০১৯
ইংল্যান্ড বনাম আফগানিস্তান - একটা দল জিতলেই হবে (ধরলাম ইংল্যান্ড জিতলো)
১৯/০৬/২০১৯
নিউজিল্যান্ড বনাম সাউথআফ্রিকা - সাউথআফ্রিকা জিতলে বাংলাদেশ এর ভালো, কিন্তু আমার মনে হচ্ছে নিউজিল্যান্ডই জিতবে (ধরলাম নিউজিল্যান্ডই জিতলো)
২০/০৬/২০১৯
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া - বাংলাদেশ কে এই ম্যাচে সর্বাচ্চ দিয়ে খেলতে হবে, কারন ইন্ডিয়ার থেকে অস্ট্রেলিয়াকে হারানো সহজ আমার মনে হয় । (হারলে পরের সব ম্যাচ জিততে হবে )
২১/০৬/২০১৯
ইংল্যান্ড বনাম শ্রীলংকা - ইংল্যান্ডে কে জিততে হবে
২২/০৬/২০১৯
ইন্ডিয়া বনাম আফগানিস্তান - সমস্যা নেই, একদল জিতলেই হবে (ধরলাম ইন্ডিয়া জিতলো)
২২/০৬/২০১৯
ওয়েস্টইন্ডিজ বনাম নিউজিল্যান্ড - ওয়েস্টইন্ডিজ কে জিততে হবে
২৩/০৬/২০১৯
পাকিস্তান বনাম সাউথআফ্রিকা - সাউথআফ্রিকা জিতলে ভালো, (ধরলাম পাকিস্তানই জিতলো
২৪/০৬/২০১৯
বাংলাদেশ বনাম আফগানিস্তান - বাংলাদেশ কে জিততেই হবে
২৫/০৬/২০১৯
ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া - একদল জিতলেই হবে, (ধরলাম ইংল্যান্ডই জিতলো)
২৬/০৬/২০১৯
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান - পাকিস্তান কে জিততে হবে
২৭/০৬/২০১৯
ইন্ডিয়া বনাম ওয়েস্টইন্ডিজ - ইন্ডিয়া কে জিততে হবে
২৮/০৬/২০১৯
শ্রীলংকা বনাম সাউথআফ্রিকা - একদল জিতলেই হবে (ধরলাম সাউথআফ্রিকা জিতলো)
২৯/০৬/২০১৯
পাকিস্তান বনাম আফগানিস্তান - আফগানিস্তান এই ম্যাচে অঘটন ঘটায় ফললে তা হবে বাংলাদেশের জন্য সব থেকে ভালো ( তবুও ধরলাম পাকিস্তানই জিতলো)
২৯/০৬/২০১৯
নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া - অস্ট্রেলিয়াকে জিততে হবে
৩০/০৬/২০১৯
ইংল্যান্ড বনাম ইন্ডিয়া - এক দল জিতলেই হবে, ( ধরলাম ইংল্যান্ডই জিতলো)
০১/০৭/২০১৯
শ্রীলংকা বনাম ওয়েস্টইন্ডিজ - শ্রীলংকা জিতলে ভালো, (ধরলাম ওয়েস্টইন্ডিজই জিতলো)
০২/০৭/২০১৯
বাংলাদেশ বনাম ইন্ডিয়া - আগের ৩ ম্যাচে একটা হেরে থাকলে এই ম্যাচ জিততে হবে
০৩/০৭/২০১৯
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড - ইংল্যান্ড কে জিততে হবে
০৪/০৭/২০১৯
আফগানিস্তান বনাম ওয়েস্টইন্ডিজ - আফগানিস্তান জিতলে ভালো, (ধরলাম ওয়েস্টইন্ডিজই জিতলো)
০৫/০৭/২০১৯
পাকিস্তান বনাম বাংলাদেশ - বাংলাদেশ কে জিততে হবে
০৬/০৭/২০১৯
শ্রীলংকা বনাম ইন্ডিয়া - একদল জিতলেই হবে ( ধরলাম ইন্ডিয়াই জিতলো)
০৬/০৭/২০১৯
অস্ট্রেলিয়া বনাম সাউথআফ্রিকা - একদল জিতলেই হবে, (ধরলাম অস্ট্রেলিয়া জিতলো)
এই সমীকরণ যদি মিলে যায়, ইনশাআল্লাহ সেমিফাইনালে বাংলাদেশের খেলা হবে ইংল্যান্ডের সাথে
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।