২০১৯-২০ অর্থবছরে পাদুকা শিল্পে উৎসাহিত করতে বিশেষ সুবিধা

S M Ashraful Azom
0
২০১৯-২০ অর্থবছরে পাদুকা শিল্পে উৎসাহিত করতে বিশেষ সুবিধা
২০১৯-২০ অর্থবছরে পাদুকা শিল্পে উৎসাহিত করতে বিশেষ সুবিধা

সেবা ডেস্ক: ২০১৯-২০ অর্থবছরের বাজেটে চামড়া ও পাদুকা শিল্পের উন্নয়নে বিশেষ সুবিধার প্রস্তাব দেয়া হয়েছে। এতে পাদুকা শিল্পে ব্যবহৃত উপকরণে রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক মুওকুফ করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এ প্রস্তাব পেশ করেছেন।

অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বলেন, বর্তমানে জুতা রফতানিতে পৃথিবীতে আমাদের অবস্থান ৮ম। আগামীতে এ সম্ভাবনাময় খাতটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আরো উৎসাহ-উদ্দীপনা দেয়া হবে। এরই মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স হ্যান্ডবুক প্রণয়ন করা হয়েছে। চামড়াশিল্পকে অগ্রাধিকার দিয়ে এ খাতের উন্নয়নে যা যা করণীয় দ্রুত তা করা হবে।

পরিবেশবান্ধব বর্জ্য পরিশোধন নিশ্চিত করে চামড়া ও চামড়া জাতীয় পণ্যের রফতানি বহুগুণে বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

প্রস্তাবিত বাজেটে পাদুকা শিল্পের উন্নয়নে জুতা তৈরির অন্যতম উপদান টিউব, পাইপ, নরম প্লাস্টিক, পিভিসি, জুতা তৈরির বিশেষ সুতাসহ অন্যান্য উপাদানের শুল্ক মওকুফ করার কথা বলা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top