
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বুধবার প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে এই বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, থানা অফিসার ইনচার্জ এস এম আব্দস সোবহান প্রমুখ। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী খয়বর হোসেন মওলা, আহসান হাবীব খোকন, আশরাফুল আলম সরকার লেবু, ভাইস চেয়ারম্যার প্রার্থী সফিউল আলম সরকার প্রমুখ।
উলেখ্য, আগামী ১৮ জুন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।