
গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন বাজেটে ৪০% কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর, কৃষকফ্রন্ট ও বাসদ মাকর্সবাদী’র যৌথ উদ্যোগে বুধবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের সংগঠন কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদীর জেলা আহবায়ক আহসানুর হাবীব সাঈদ, সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষকফ্রন্টের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবু প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবি জানান। তারা বলেন, ধান, ভুট্টাসহ সকল কৃষি ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করে বঞ্চিত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।
এছাড়াও ক্ষেতমজুরদের সারাবছর কাজ, আর্মিরেটে রেশনসহ বিনাপয়সায় শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, মা-শিশু যতœ প্রকল্পসহ সকল সরকারি সাহায্যে কেনাবেচা, অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে হবে। তারা আরও বলেন, সকল বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের তালিকা করে নূন্যতম ভাতা ৫ হাজার টাকা চালু, কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার করে বিনামূল্যে কৃষি প্রদানের দাবি জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।