
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ পরিবারদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তার। তিনি ১ জুন সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।
বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক রিপন মিয়া, ব্যবসায়ী খোকন আকন্দ, জাহাঙ্গীর আলম ও শাহজাহান।
ব্যারিস্টার সামীর সাত্তার এ প্রতিবেদককে জানান, এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।