
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল অনুষ্ঠানে ভাবে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদেরর চেয়ারম্যান এড. জামান আবদুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুর রহমান দুলাল, ট্যাগ অফিসার জাকির হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন।
এই ইউনিয়নে ৪হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে জনপ্রতি ১৫কেজি চাল ৩০ কেজি চালের বস্তা দুইজনের মাঝে দেয়া হয়েছে। দুঃস্থরা ১৫ কেজি করে চাল পেয়ে অনেকেই স্বস্থির কথাই জানিয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।