
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি : গ্রামীণ জনপদে নারী মানেই গৃহস্থালি কাজ, চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা। কিন্তু বর্তমানে গ্রামীণ নারীদের কাজকর্মে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। পুরুষের পাশাপাশি তারা সংসারে হাড়ভাঙা পরিশ্রম করছেন, করছেন আয়ও। একজন পুরুষ যেমন উপার্জন করে সংসার চালাচ্ছেন, তেমনি একজন কর্মঠ নারীর উপার্জনে চলছে সংসার। বগুড়ার ধুনট উপজেলায় এমনই ২ হাজার নারী পুরুষের পাশাপাশি বাঁশের পণ্য তৈরী করে সংসারে বাড়তি আয়ের পথ বেছে নিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ দিয়ে নানা ধরনের পণ্য তৈরি ও বিক্রি করে শত শত পরিবারের জীবন-জীবিকা চলছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় বাঁশ কাটা, নানা রকম পণ্য তৈরির কাজ। বাঁশের তীক্ষ ফলায় কখনো কখনো ক্ষত হয় হাতের তালু। সেই ক্ষত একসময় শুকিয়ে যায়। আবার হয়। এই চক্রের মাঝে পড়ে আছেন প্রায় ২ হাজার নারী। স্বল্প পুঁজি নিয়ে এসব শিল্পে কাজ করে ঘরে বসেই বাড়তি আয়ের পথ পেয়েছে।
জীবনের শুরু থেকেই যুগ যুগ ধরে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী বানাতে পারদর্শী তারা। এ শিল্পের তারা নিপুন কারিগর। এটিই তাদের পেশা ও নেশা। অন্য কাজ করা বা শেখার মানসিকতাও নেই তাদের। বিভিন্ন আকার ও শৈলীতে কাটা বাঁশের এ শিল্পের সঙ্গে জড়িয়ে থেকে জীবিকা নির্বাহ করছেন হাজার হাজার পরিবার।
উপজেলার পাকুড়িহাটা, নলডাঙ্গা, আনন্দগঞ্জ,কান্দুনিয়া, দাঁড়াকাটা, রুদ্রবাড়িয়া, সোনাহাটা, বেলকুচি ও বাঁশহাটাসহ প্রায় ২০ গ্রামের মানুষের জীবিকার একমাত্র পথ বাঁশের সামগ্রী তৈরি করা। বংশ পরম্পরায় তারা এ পেশার সঙ্গে জড়িয়ে পড়েছে। বাঁশঝাড় লাগানো এবং তা দিয়ে নানা সামগ্রী তৈরি করাই তাদের কাজ। বাঁশ দিয়ে শুধু চাটাই নয়। এখানে আরো তৈরী হয় খলপা, তালাই, ডোল, খালই, হোচা, বিছন বা হাত পাখা, খাচি বা টোপা প্রভৃতি।
উপজেলার নলডাঙ্গা গ্রামের বাঁশ শিল্পের কারিগর রোজিনা খাতুন জানান, সারাদিন সংসারের অন্য কাজের পাশাপাশি বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরী করেন। এতে দৈনিক তার প্রায় দেড়’শ টাকা আয় হয়।
বাঁশ শিল্পের কারিগর মর্জিনার স্বামী মজিবর রহমান জানান, সংসারে গৃহস্থালী কাজের ফাঁকে বাঁশের পণ্য তৈরী করে যে আয় করে তা সংসারের জন্য উপকার হয়। তার বাড়তি আয় সংসারের ছোটখাট কাজে খরচ করা হয়। স্ত্রীর বাড়তি আয় অভাবের সংসারে আর্থিক ভাবে অনেক সহায়ক ভ‚মিকা রাখে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।