কুলাউড়াতে উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত-নিহত ৪

S M Ashraful Azom
0
কুলাউড়াতে উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত-নিহত ৪
সেবা ডেস্ক: সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এতে করে সিলেটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (২৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের দু'টি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ৪-৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার পাঠানো হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের জিআপি থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান  এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে আহতদের উদ্ধারে কুলাউড়া জিআরপি পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি বরমচাল রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর পরই দু’টি বগি লাইনচ্যুত হয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ঘটনাটি জানতে পেরেই জিআপি পুলিশ, দমকল বাহিনী ছাড়াও কুলাউড়ার বিভিন্ন হাসপাতাল থেকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এছাড়া ট্রেনটি উদ্ধারে তাদের স্টাফরাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

এ বিষয়ে জানতে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার রাসেল মিয়াকে ফোন দিলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

তবে সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন ছাড়ে। পথিমধ্যে মাইজগাও ট্রেনটি থামায়। এরপর ভাটেরা, বরমচাল স্টেশন ছেড়ে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top