
সেবা ডেস্ক: খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি গতকাল রবিবার সংসদের বাজেট বক্তৃতায় খুলনার জেলখানা ঘাট ও নগরঘাটায় ব্রিজের কথা বলেন।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। প্রতিটি উপজেলায় যাতায়াত করতে হয় নদীর উপর দিয়ে। একমাত্র রূপসা নদীর উপর একটি ব্রিজ রয়েছে। বাকি জেলখানা ঘাট ও নগরঘাটা এলাকার নদীর উপর ব্রিজ নেই। একটি ব্রিজ একনেকে পাস হয়েছে। পাশে নগরঘাটায় আর একটি ব্রিজ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ব্রিজ দুইটি তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিব ব্রিজ-১ ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব ব্রিজ-২ নামে নামকরণ করেছেন।
এছাড়া তিনি এলাকার উন্নয়নের জন্য আর কিছু বিষয় উল্লেখ করেন। একই সাথে ২০১৯-২০ অর্থবছরের বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।