
এ.এইচ লালন: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে অবস্থিত নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়েরর শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে গত বছর ২৪ নভেম্বর রাতে চুরি হয়ে যাওয়া ৬টি ল্যাপটপ এর মধ্যে ১টি ল্যাপটপ ঐ একই স্কুলের পিছনের পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
আজ ২৩জুন রবিবার সকালে উক্ত স্কুলের দপ্তরি মোসলেম উদ্দিন স্কুলের পেছনে পাট ক্ষেতে একটি বস্তা মোড়ানো দেখতে পায়। পরে থানায় পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে পাট ক্ষেত থেকে বস্তায় মোড়ানো বস্তার ভিতর থেকে একটি ল্যাপটপ উদ্ধার করে। এবিষয়ে গত বছর একটি মামলাও হয়েছে।
বকশীগঞ্জ থানার (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করে তিনি জানান, উদ্ধারকৃত ল্যাপটপটি বকশীগঞ্জ থানার হেফাজতে রাখা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।