
সেবা ডেস্ক: দেশের ৯৫ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ফার্মাসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো শিগগিরিই সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধে আমরা কাজ করছি। ওষুধ প্রশাসন অধিদফতর বিষয়টি কঠোরভাবে মনিটর করে। আমরা বিষয়টি সরকারের পক্ষে দেখভাল করতে সচেষ্ট রয়েছি। উচ্চ আদালতের রায় পেলে আমরা সে মতো দ্রুত ব্যবস্থা নেবো।
মন্ত্রী আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে ফার্মেসি কাউন্সিল এবং ওষুধ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুব দাবি করেন, আমরা প্রতিনিয়ত এসব বিষয়ে অভিযান পরিচালনা করছি। গত ৬ মাসে পাঁচ জনকে জেল দিয়েছি, ৩৭০টি মামলা দায়ের হয়েছে ও ৫৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছি।
ইতিমধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে ভ্রমমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। ভিকটিম প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।