রোহিঙ্গা নিপীড়নের খবর জাতিসংঘ গোপন রাখায় দায় নিতে হবে

S M Ashraful Azom
0
রোহিঙ্গা নিপীড়নের খবর জাতিসংঘ গোপন রাখায় দায় নিতে হবে
সেবা ডেস্ক:  মিয়ানমারের রাখাইনে জাতিগত নিপীড়ন ঘটলেও জাতিসংঘ এ নিয়ে কখনো সজাগ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গদের ব্যাপারে জাতিসংঘ কখনোই সজাগ ছিল না। তাই কোনভাবেই রাখাইনের ঘটনার দায় এড়াতে পারে না জাতিসংঘ। দীর্ঘদিন ধরে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনা তারা গোপন রেখেছে। ফলে এর দায় তাদেরও নিতে হবে।

ড. মোমেন বলেন, রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নে মিয়ানমারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

সেমিনারে বক্তব্য রাখেন, আইসিআরসির বাংলাদেশ হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলনভ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিকাব সভাপতি রাহীদ এজাজ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top