
সেবা ডেস্ক: এবার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। চ্যানেলের নাম হবে ‘বেস্ট অব সানাই’।
শিগগিরই এই ইউটিউব চ্যানেলে নিজের ভিডিওগুলো প্রকাশ করবেন। থাকবে তার জিম, সুইমিং, লাইফ স্টাইল ও নতুন নতুন সব কাজের আপডেট। শিগগিরই চ্যানেলটি চালু করার লক্ষ্যে এখন শেষ ধাপের প্রস্তুতিতে ব্যস্ত সানাই।
গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪/৭’ চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সানাই। এরপর বেশকিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাঁকে। বাবু সিদ্দিকী পরিচালিত সানাইয়ের প্রথম সিনেমা ‘ময়নার ইতিকথা’ এখন সেন্সরে রয়েছে। সম্পূর্ণ ভিন্ন ধারার ও বিগ বাজেটের এই ছবি দর্শক হূদয়ে আলোড়ন সৃষ্টি করবে বলে আশাবাদী সানাই।
বর্তমান কাজের ব্যস্ততা সম্পর্কে সানাই জানান, একটি ইংরেজি দৈনিকের জন্য সম্প্রতি তিনি বিকিনিতে ফটো শুট করেছেন। সেই ছবিও সহসাই নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তিনি আরো জানান, দর্শকদের চাহিদা মাথায় রেখে নিজের কাজে নতুনত্ব আনতে চান তিনি। ভালো কিছু করার মাধ্যমে হলবিমুখ দর্শকদের আবারও হলমুখী করতে চান।
বিশেষ করে, শিক্ষিত তরুণ প্রজন্মকে হলমুখী করার লক্ষ্যে কাজ করতে চান আন্তর্জাতিক মানের, সেক্ষেত্রে গা ভাসিয়ে না দিয়ে বেছে বেছে ভালো গল্পের সিনেমায় কাজ করার দিকেই বেশি মনোযোগ সানাইয়ের।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।