
সেবা ডেস্ক: ফুটপাতের ডাব খেয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাসে উঠেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রুবেল হোসাইন তুষার। বাসে ওঠার পরপরই তিনি অজ্ঞান হয়ে যান।
পরে গাবতলী এলাকার ফুটপাত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। ২৪ ঘণ্টা পর জ্ঞান ফিরলেও এখনো পুরোপুরি সুস্থ হননি ওই শিক্ষার্থী। গত ৩০ মে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
পরদিন শুক্রবার জ্ঞান ফেরার পর দারুস সালাম থানার এসআই সাজ্জাদ তুষারের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে স্বজনদের হাতে তুলে দেন।
১ জুন, শনিবার সন্ধ্যায় রুবেল হোসাইন তুষার বাংলা রানারকে বলেন, "আমি ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে শাহবাগের গাড়িতে উঠেছিলাম। কিন্তু আমাকে অজ্ঞান অবস্থায় হেল্পার গাবতলি ফেলে যায়। সেখান থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। তার পরের দিন জ্ঞান ফেরার পর আমি আত্মীয়দের ফোন নাম্বার পুলিশকে জানাই এবং বাসায় ফিরি।"
সাথে থাকা ঈদ শপিংয়ের হাজার দশেক টাকা ও মোবাইল ফোন অজ্ঞানপার্টি নিয়ে গেছে বলেও জানান এই শিক্ষার্থী।
ঘটনার বিষয়ে দারুস সালাম থানার এসআই সাজ্জাদ বাংলা রানারকে বলেন, "৯৯৯ থেকে আমি একটি কল পাই। পরে মাজার রোড থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেই। কিছুটা স্বাভাবিক হওয়ার পরে তাকে তার স্বজনদের হাতে তুলে দিয়েছি।"
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।