
সেবা ডেস্ক: রাজশাহী মহাগরীতে আটকে পড়া একটি বেজিকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
শনিবার (০১ জুন) বিকেলে মহানগরীর কাদিরগঞ্জ নগর ভবনের সামনের আরেকটি ভবন থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বিকেলে কাদিরগঞ্জ নগর ভবনের সামনের পাঁচতলার একটি ভবনের তিনতলার বিজ্ঞাপনের বোর্ডের ফাঁকে একটি বেজির মাথা আটকে যায়।
এতে বেজিটি আটকা পড়ে। অনেক চেষ্টা করে এলাকাবাসী তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লিডার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেজিটিকে উদ্ধার করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।