পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসছে আজ

S M Ashraful Azom
0
পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসছে আজ
সেবা ডেস্ক: সব কিছু অনুকূলে থাকলে আজ বৃহস্পতিবার (২৭ জুন) বসবে পদ্মা সেতুর ১৪তম স্প্যান। নদীর মাঝখানে আগের দুটি স্প্যানের সাথে বসানো হবে নতুন স্প্যানটি। ফলে দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে ২ কিলোমিটারের বেশি সেতু। এটি বসাতে এক মাসের বেশি সময় লাগলেও পরের স্প্যানগুলো দ্রুতগতিতে বসানো যাবে বলে আশা প্রকল্প পরিচালকের।

শেষ ৪টি স্প্যান বসেছে খুব দ্রুত। কখনো ১০ দিন, কখনো ১৫ দিন বিরতিতে বসেছে এক একটি স্প্যান। সবশেষ ১৩ নম্বর স্প্যানটি বসানো হয় গত মাসে। তবে তারপরই একমাসেরও বেশি সময়ের লম্বা বিরতি।

এ সময়টা বর্ষাকাল বলে পদ্মায় স্রোত বেড়েছে বেশ। তবে এখনও কাজ করা পুরো অসম্ভব হয়ে ওঠে নি। সামনের দিনগুলোতে সেটা খুব দূরহ হয়ে উঠবে। তাই এ সময়টায় চলছে আগাম প্রস্তুতি। পুরো বর্ষায় মূল নদী পেরিয়ে মাওয়া থেকে জাজিরার দিকে এত ভারী স্প্যান বয়ে নেয়া কঠিন হয়ে উঠবে বলে এখনই সেখানে অস্থায়ী কাঠামোর ওপর নিয়ে রাখা হচ্ছে স্প্যান। নির্ধারিত পিলারের কাজ শেষ করে আনা হলে আগে থেকে নিয়ে রাখায় তখন বর্ষায়ও সেগুলোকে বসাতে কোনো সমস্যা হবে না।

মাওয়ার দিকে মাঝ নদীতে ৩ নম্বর মডিউলে এর মধ্যে বসানো আছে দুটি স্প্যান। এবার সেগুলোর সাথেই জোড়া দিয়ে বসানো হবে ১৪ নম্বর স্প্যান। ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, কয়েকটি স্প্যান আমাদের অস্থায়ীভাবে রাখতে হবে। পাঁচ-ছয় মাস পর হয়তো এই অবস্থা থাকবে না।

এ মডিউলের প্রথম স্প্যানটি একদিনেই মাওয়া থেকে এনে বসিয়ে দেয়া হলেও তীব্র স্রোতের কারণে দ্বিতীয় স্প্যান বসাতে সময় লেগেছে ২ দিন। তাই তৃতীয় স্প্যানটি মাওয়া থেকে নিয়ে দিনের দিন বসিয়ে দেয়ার পরিকল্পনা থাকলেও স্রোতের কারণে সমস্যা হলে স্প্যান বসাতে বাড়তি একদিন সময় হাতে রাখা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top