
সেবা ডেস্ক: গতকাল শুক্রবার গাইবান্ধায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য শিমুল সীমান্ত সেতুকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া টিএমএসএস পলিটেকনিক কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী শিমুল সীমান্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত।
এরই ধারাবাহিকতায় শুক্রবার প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুক গ্রুপে ও ম্যাসেঞ্জারের মাধ্যমে দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার পায়তারা করছিল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১৩ কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাসের নেতৃত্বে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে গাইবান্ধার ফুলছড়ি গজাড়িয়ায় তার বাড়ি থেকে শিমুলকে আটক করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।