
সেবা ডেস্ক: কিলার বি বা খুনি ভ্রমর এর আর একটি নাম আফ্রিকান মৌমাছি। এটি পৃথিবীর অন্যতম আক্রমণাত্মক পোকা। এই মৌমাছি এতটাই আক্রমণাত্মক যে এর পাল শিকারকে ১ মাইল এলাকা পর্যন্ত ধাওয়া করে। এদের একটি দলে শত শত বা হাজার হাজার সদস্য থাকে। এরা দলবেধে শিকারকে আক্রমণ করে এবং একের পর এক কামড়ে পর্যুদস্ত করে ফেলে।
আফ্রিকান এই মৌমাছি প্রধানত মানুষের মুখ ও চোখকে লক্ষবস্তুতে পরিণত করে। এদের বিষ ততটা মারাত্মক না হলেও পুরো একটা দল যদি একসাথে আক্রমণ করে তবে এ মৌমাছির কামড়েও মানুষের মৃত্যু ঘটে। এদের এক একটা উপনিবেশে ৮০,০০০ এরও বেশি মৌমাছি থাকে। কেউ একবার যদি তাদের বিরক্ত করে তবে পরের ২৪ ঘন্টার জন্যে তারা সতর্ক হয়ে যায়। এই সময়ের মধ্যে তাদের এলাকায় যেই প্রাণীই আসুক না কেন তারা তার উপরই ঝাঁপিয়ে পড়ে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।