শিঘ্রই সারা ভারতে প্রচার হবে বিটিভি, ২৬টি জেলায় সিনেপ্লেক্স

S M Ashraful Azom
0
শিঘ্রই সারা ভারতে প্রচার হবে বিটিভি, ২৬টি জেলায় সিনেপ্লেক্স
সেবা ডেস্ক: বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান বলেছেন, খুব শিগগির সমগ্র ভারতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার। সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। অনতি বিলম্বে ভারতের সকল রাজ্যের মানুষ দেখতে পাবেন বাংলাদেশের ‘বিটিভি’।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির মহরতে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এ খবর জানান। এসময় আরো উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নির্মাতা দীপঙ্কর দীপন, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, অভিনেত্রী তিশা, নুসরাত ফারিয়া, এবিএম সুমন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের কোনো চ্যানেল আজ পর্যন্ত ভারতে সম্প্রচার হয়নি। বিটিভি দিয়ে সেখানে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের অন্যান্য চ্যানেলগুলো যাতে ধীরে ধীরে ভারতে সম্প্রচার হয় সেই ব্যবস্থা নিতে পারবো। এছাড়া অন্যান্য দেশের চলচ্চিত্র এদেশে আনতে যেসব সমস্যার মুখে পড়তে হয়, ওই পথ যাতে সহজ হয় সেই চেষ্টা করবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ২৬ জেলায় তথ্য কেন্দ্র নির্মাণের সরকারী সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে আছে। তিনি বলেন, আমাদের সিনেমা হলগুলো অলমোস্ট বন্ধের পথে। চলচ্চিত্র শিল্প বাঁচাতে যে পরিমাণ সিনেমা হলের প্রয়োজন তা নেই।

‘আনন্দের সংবাদ’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ২৬ জেলায় আধুনিকমানের সিনেমা হল নির্মাণ করবো।

আধুনিক মানের সিনেমা হলের ব্যাখ্যা দিয়ে তিনি আরো বলেন, এগুলো পুরোপুরি ডিজিটাল হল হবে। এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে ৬৪ জেলায় তথ্য কেন্দ্র ও আধুনিক হল (সিনেপ্লেক্স) নির্মাণ করে দেব। সেখানে গিয়ে দর্শকরা সুন্দর পরিবেশে সিনেমা উপভোগ করতে পারবেন।

খুব দ্রুত এ কার্যক্রম শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান। তিনি বলেন, আগামী দিনে নির্মাতারা যাতে দর্শকদের রুচিকে প্রাধান্য দিয়ে সিনেমা বানান। তাহলে ওইসব আধুনিক ছবি দেখতে সিনেপ্লেক্সগুলো দর্শকদের ভিড় হবে।

এছাড়া দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, জাতীয় অর্জন এসব নিয়ে ছবি নির্মাণের জন্য আহ্বান জানান প্রতিমন্ত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top