
সেবা ডেস্ক: আনোয়ারা উপজেলার খুরুশকুল এলাকায় বাড়ির পাশে ডোবা থেকে লিমা আক্তার (১৮) নামে এক তরুণীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৭ জুন) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিমা আক্তার খুরুশকুল এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। তিনি কেইপিজেডে একটি গার্মেন্টেসে চাকরি করতেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে খুরুশকুল এলাকায় বাড়ির পাশে ডোবা থেকে লিমা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, রাত ১১টার দিকে লিমা আক্তার তার মা খদিজা বেগমসহ একই রুমে ঘুমান। ভোর ৩টার দিকে খদিজা বেগম জেগে দেখেন পাশে লিমা নেই। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারা বাড়ির পাশে ডোবায় লিমা আক্তারের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দুলাল মাহমুদ বলেন, এটি খুন তা নিশ্চিত। তবে কারা বা কী কারণে তাকে খুন করা হয়েছে তা উৎঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।