
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: দেশের সকল বিশ্ববিদ্যালয়ের বগুড়ার ধুনট উপজেলার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে শিক্ষার্থী প্রীতি সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৮ জুন) অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ জুন) সকাল ১০টায় ধুনট সরকারি এন.ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২০তম বিসিএস ক্যাডার এ্যাডভাইজার (ফরেন সার্ভিস) ড. শাহ কামাল খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আশরাফুল আলম, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জিন্নাহ ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খোকন মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করবেন এ্যাম্বিশন স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কবির হোসেন।
স্বাধীন বাংলা ফাউন্ডেশন ও ধুনট প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে অতিথিদের আসন গ্রহন, কোরআন তেলওয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ, স্বাগত বক্তব্য, অতিথিদের বক্তব্য, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনুভূতি প্রকাশ এবং সভাপতির সমাপনী বক্তব্য।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।