
সেবা ডেস্ক: মাংস ব্যবসায়ীরা তিন দফা দাবিতে ধর্মঘট পালন করছেন দেওয়ানগঞ্জ বাজার মাংস ব্যবসায়ীরা। সকাল থেকে ধর্মঘটের কারণে দেওয়ানগঞ্জ বাজারে সকল মাংসের দোকান বন্ধ আছে। বাজারে মাংস বিক্রি না করায় বিপাকে পরেছে ক্রেতারা।
মাংস ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, আমাদের তিন দফা দাবী মেনে নিলে আমরা ধর্মঘট প্রত্যাহার করবো। আমাদের তিন দফা দাবী হলো -
(এক) পিলখানায় একজন পশু ডাক্তার দিতে হবে।
(দুই) পশু জবাই করার জন্য একজন মুন্সি নিয়োগ দিতে হবে।
(তিন) পিলখানার সরকারি রাস্তা দখলমুক্ত করতে হবে।
সাবেক পৌর কাউন্সিলর ও মাংস ব্যবসায়ী ফরিদ আলী শিক্কু বলেন, সরকার অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে মাংস ব্যবসায়ীদেরকে সততার সাথে ব্যবসা করার পরিবেশে সৃষ্টি এবং মাংসের বাজার সচল করতে আমাদের সহযোগিতা করবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।