আজ মুক্তি‌যো‌দ্ধের দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

S M Ashraful Azom
0
আজ মুক্তি‌যো‌দ্ধের দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী
সেবা ডেস্ক: আজ ২৩ জুন ২০১৯। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে পুরনো ও সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ- এর ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা পায় দলটি। প্রতিষ্ঠার দুই যুগে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। রোজ গার্ডেন থেকে কয়েকটি জায়গা বদল হয়ে ১৯৮১ সালে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরার পর দলের কেন্দ্রীয় কার্যালয় হয় বঙ্গবন্ধু এভিনিউয়ে। ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪- এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৪- এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ৬৬- এর ছয় দফা আন্দোলন ও ৬৯- এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। এ বছর জমকালো আয়োজনে স্মরণীয়ভাবে দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনায় রয়েছে রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা সদরে আলোকসজ্জার। এছাড়া এবারই প্রথম দলটির ‘আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন ঘিরে থাকবে আয়োজন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। দলীয় সূত্র বলছে, ২৩ জুন দলটির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। কর্মসূচি বর্ণাঢ্য করতে তা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। আয়োজনে থাকছে সভা-সমাবেশ, সেমিনার ও র‌্যালি, প্রচার ও পুস্তিকা প্রকাশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে ব্যতিক্রমী বেশকিছু আয়োজন।
 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top