
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাবার বাড়িতে ঘরে ঢুকে দুই পুত্র সন্তানের জননী এক বিধবাকে ধর্ষন করেছে ইকবাল হোসেন (৩০) নামে দুই কন্যা সন্তানের জনক। এ ঘটনায় বুধবার মধ্যরাতের দিকে ইকবাল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইকবাল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের আলীমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মন্তাজ আলীর মেয়ে দুই সন্তানের জননী এক বিধবাকে একই গ্রামের ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেয়। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করে। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি ইকবালের পরিবারকে জানানো হয়। এতে মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে বখাটে ইকবাল হোসেন।
এ অবস্থায় ৭ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ইকবাল হোসেন মেয়েটির বাবার বাড়ি গিয়ে কৌশলে মেয়ের শয়ন কক্ষে প্রবেশ করে। এরপর মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষন করে ইকবাল হোসেন। এ সময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছলে ইকবাল হোসেন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতা মেয়েটির মা বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলা ইকবাল হোসেন ও তার ভাই আল আমিন এবং আল মাহমুদকে আসামী করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, ধর্ষন মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবান বন্ধী রেকর্ডের জন্য বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।