
সেবা ডেস্ক: বরগুনা জেলার বেতাগীতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ২ বস্তা মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জব্দকৃত ওষুধ সকলের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের নেতৃত্বে এ অভিযানে সহযোগিতা করেন বরগুনা ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী।
এ সময়ে দয়া ফার্মেসিতে ৫ হাজার, মাতৃ মেডিকেল হলে ২ হাজার, সোহাগ ফার্মেসিতে ২ হাজার, মাহবুব ফার্মেসিতে ১ হাজার ও সাকিব মেডিকেল হলে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ফার্মেসি থেকে ৫০ হাজার টাকার ২ বস্তা মেয়াদ উত্তীর্ণ এবং স্যাম্পল ওষুধ জব্দ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।