
সেবা ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পেরু। সেমিফাইনালে চিলিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে গেরেরোরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
কোপা আমেরিকা ২০১৯ এর দ্বিতীয় সেমিফাইনালে বুধবার চিলির বিপক্ষে মাঠে নামে পেরু। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে পেরুর ফুটবলাররা। ম্যাচের মাত্র ২ মিনিটেই কুয়েভার শট অল্পের জন্য হয় লক্ষভ্রষ্ট। ২১ মিনিটে ফ্লোরেসের গোলে এগিয়ে যায় পেরু। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পেরুর ইয়তুন।
৫১ মিনিটে ভারগাসের হেড ফিরে আসে গোলপোস্টে লেগে। ৭৫ মিনিটে গোলরক্ষককে এক পেয়েও গোল করতে ব্যর্থ হন চিলির তারকা ফরওয়ার্ড ভারগাস। ৯০ মিনিটে গোল করে পেরুর জয় নিশ্চিত করেন গেরেরো।
এই জয়ে এবারের আসরে ফাইনালে উঠলো পেরু। ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।